মা’দারীপুরে কুমার নদ থেকে এক গৃ’হবধূর লা’শ উ’দ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজে’লার শংকরদী এলাকার কুমার নদ থেকে শারমিন বেগমের (২০) লা’শ উ’দ্ধার করা হয়।শারমিনের স্বামীর বাড়ি একই উপজে’লার টেকেরহাট বন্দর সংলগ্ন পশ্চিম সরমঙ্গল গ্রামে। পুলিশ ওই গৃ’হবধূর স্বামী আকাশ শেখকে জি’জ্ঞাসাবাদের জন্য আ’টক করেছে।
পু’লিশের ধারণা স্বামী আকাশই শারমিনকে হ’ত্যা করে নদীতে ফে’লে দিয়েছে।এক বছর আগে রাজৈর উপজে’লার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সঙ্গে শারমিনের বিয়ে হয়।
শা’রমিন শিবচর উপজে’লার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের আয়নাল ভুইয়ার মে’য়ে।শারমিনের ভাই সিরাজ ভুইয়া বলেন, এলাকার এক না’রীর সঙ্গে আকাশের প’রকীয়া প্রেম চলছিল। এ অ’বৈধ প্রে’মে বাঁ’ধা দেয়ায় আকাশ আমার বো’নকে প’রিকল্পিতভাবে হ’ত্যা করেছে।