বিশেষ প্রতিনিধিঃ গতকাল বুধবার কিরাটন বিলপাড়ায় ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে বিষয়টি জানান করিমগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন।
মৃত মোঃ আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ২ নং ওয়ার্ডের নারান্দি গ্রামের নুরুল ইসলাম ও ওয়াহিদা খাতুনের পুত্র।
আনোয়ার হোসেন পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে গিয়েই খুনীরা তাকে হত্যা করে।
তদন্তের স্বার্থে বিস্তারিত না জানালেও করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি উদ্ঘাটনের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) সরেজমিনে ঘটনাস্থল আজ পরিদর্শন করেন।