জাতির এই ক্লান্তিলগ্নে সরকার, প্রতিষ্ঠান, দলীয় এবং ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস আক্রান্তে লক ডাউন সারা দেশ। সেজন্য কর্মহীন হয়ে পড়েছে নিম্নবিত্ত অনেক পরিবার।
বুধবার (৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াস্থ পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের এইচ এম আজিজুল ইসলাম তার নিজ উদ্যোগে ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
একই গ্রামের শাহাবুদ্দিন আহমেদ ১৭০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস জনিত কারনে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের হাতে ব্যক্তিগত প্রচেষ্টায় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
করোনা ভাইরাসের কারণে নিম্নবিত্ত পরিবার কর্মহীন হয়ে পড়ছে। আমরা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেষ্টা করছি এবং সেটা অব্যাহত থাকবে বলে এইচ এম আজিজুল ইসলাম ও মোঃ শাহাবুদ্দিন আহমেদ জানান।
তারা আরও বলেন, দেশের এই কঠিন দুর্যোগ মুহূর্তে আমাদের মত যদি আরও ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে এই অসহায় দরিদ্র পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হত।