অবিশ্বা’স্য হ’লেও সত্য ঘটনা। পাবনার চাটমোহরে আলেয়া খাতুন নামের এক গৃ’হবধূর পেট থেকে জীবন্ত একটি সা’প মুখ দিয়ে বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজে’লার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামে ঘটনটি ঘটে।
গৃহবধূ আলেয়া খা’তুন ঐ গ্রামের দিনমজুর ইসমাইল প্রা’মাণিকের দ্বিতীয় স্ত্রী’।এমন ঘটনা এলাকায় ছ’ড়িয়ে পড়লে সাপটি এক নজর দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে ঐ গৃহবধূর বাড়িতে। গৃহবধূ আলেয়া প্রথম দিকে ঘটনাটি ঘটার পরে ভীষণ ভ’য় পেয়ে অ’সুস্থ হয়ে পড়েন। ঘটনাটি এখন ট’ক অফ চাটমোহরে পরিণত হয়েছে।
গৃহবধু আলেয়া খাতুন জানান, গত এক সপ্তাহ যাবৎ আমা’র পেট ও শবরীরের ভিতরে খুব খা’রাপ লাগবছিল। বিশেষ করে রাতের বেলা গলা কণ্ঠনালী শুকিয়ে যেত এবং প্র’চুর পা’নি পিপাসা লাগতো। মঙ্গ’লবার ভোর বেলা গলা প্রচণ্ড রকমে শুকিয়ে যায়। এ সময় গলার মধ্যে কিছু একটি জিনিসের অস্তিত্ব অনুভব করি।
বু’কের মধ্যেও অ’স্বস্তি লাগছিল। ছেলে ও বৌমাকে ডাক দিলে ছেলে তার ঘর থেকে বেড়িয়ে আসতে না আসতেই বমি হতে শু’রু হয়।প্রচণ্ড বমির সাথে মুখের মধ্যে কিছু একটা নড়ছিল এমন অনুভব করছি। এক প’র্যায়ে ব’মির সাথে জ্যান্ত একটি ছোট সাপ মুখ থেকে বের হয়ে আসে। প্রথমে সাপটি আমা’র ছেলে ও তার স্ত্রী’ দেখতে পায়।পরে প্রতিবেশীরা বি’ষয়টি জানতে পেরে এক কান দুকান করে একথা এলাকাবাসী জেনে যায়।
গ্রামের মাবনুষ সাবপটি প্লাস্টিকের পাত্রে ভরে ফে’লে। সাপটি দেখতে বাড়তে থাকে মানুষের ভীর। পরে সাপ ভরে রাখা পা’ত্রটি বাড়ির পাশের ওয়াপদা সড়কে একটি গাছের সাথে বেঁ’ধে রাখা হয়। আলেয়া খাতুন বর্তমান শারী’রিকভাবে কিছুটা দুর্বল হলেও সুস্থ আছেন।