কো’ভিড-১৯ ম’হামা’রি দেশজুড়ে বাড়তে থাকা প্রত্যেকেই যখন চিন্তিত তখন কর্তৃপক্ষ এটি মো’কাবিলায় ক’ঠোর ব্যবস্থা নেয়ার পথে হাঁটলো।
দেশটির পা’রসা জে’লা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনও সংক্রমিত রো’গী পালানোর চেষ্টা করলে তাকে গু’লি করে হ’ত্যা করতে নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পারশা জে’লার প্রধান কর্মকর্তা বি’ষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে মোতায়েনের নির্দেশ দেন।
তি’নি বলেন, হাসপাতালে আইসোলেশনে থাকা রো’গীরা পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাকে গু’লি করতে পারবে।
বি’জ্ঞাপনকাজে’লার সহকারী প্রধান কর্মকর্তা ললিত কুমার বাসনেত বলেন, হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড থেকে রো’গীর পলায়নে বা’ধাদানে নিরাপত্তা কর্মীদের বলপ্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। এমনকি প্রয়োজনে তারা গু’লিও ছুড়তে পারবেন।