পুলিশের আইডি কার্ডে লিখা “বাংলাদেশ ছাত্রলীগ” (ভিডিও সহ)।
ফে’সবুকে একটি ভিডিও হটাৎ চোখে পড়লো সেখানে দেখা যাচ্ছে একজন ভুয়া পুলিশ ধরা পড়ছে। তার আইডি কার্ড চেক করে দেখা যায় আইডি কার্ডে লেখা বাংলাদেশ ছাত্রলীগ।
ভি’ডিও টি দেখে নিন।রবিবার (১০ মে) সকাল থেকে শিমুলিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে। এদিকে ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁ’কি নিয়ে তারা পদ্মাপাড়ি দিচ্ছেন।তবে, গণপরিবহন সং’কট থাকায় নিজেদের কর্মস্থলে যেতে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষেরা।
ক’রোনা ভাই’রাসের প্রাদুর্ভাবের মধ্যে তারা গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে।মধ্যরাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে গাড়ির চা’প বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাওয়া নৌপুলিশ পুলিশ ফাঁড়ির ই’নচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান,আজ থেকে দোকানপাট খুলছে এজন্য শ্রমজীবী মানুষ সকাল থেকে ফেরি পার হচ্ছে।
ব’র্তমানে নৌরুটে দশটির বেশি ফেরি চলাচল করছে। এদিকে গণপরিবহন সং’কটে চ’রম বিপাকে পড়ছে ঘাটে আসা যাত্রীরা।কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সায় করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।