ধনী হ’লে মানুষ কি না করতে পারে। যখন যেটা ইচ্ছে হবে সেটাই কিনতে পারে, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসবে না।আবার কোনও কম দামী জিনিস বেশি দামে কিনে অন্যদের কাছে টাকার গরমও দেখাতে পারে।ধনী হলে মানুষ কি না করতে পারে। যখন যেটা ইচ্ছে হবে সেটাই কিনতে পারে, অন্য কেউ তার দিকে তাকিয়ে হাসবে না।
আ’বার কোনও কম দামী জিনিস বেশি দামে কিনে অন্যদের কাছে টাকার গরমও দেখাতে পারে।এখানে ১৪টি এমন জিনিস দেওয়া হল যা পৃথিবীর সবথেকে দামী জিনিস। যা এই জীবনে অনেকেরই কেনা অসম্ভব হলেও হতে পারে।
কি আ’র করা যাবে তাও তার ছবি দেখেই শান্তি পাওয়া যেতে পারে। তাহলে এবার এক ঝকলে দেখে নিন জিনিসগু’লিকে…১. ক্রিস্টাল পিয়ানোএই পিয়ানোর পুরো শরীরটাই তৈরি করা হয়েছিল ক্রিস্টাল দিয়ে। যার দাম ৩.২ মিলিয়ন ডলার। এটি পৃথিবীর সবথেকে দামী বাদ্যযন্ত্র।