প্রতিশোধ নিতে স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী, তারপর যা ঘটলো!
গেল বছরের অক্টোবরে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই স্বামী তার ও’পর শা’রীরিক ও মা’নসিক অ’ত্যাচার করতো বলে অভিযোগ করেন স্ত্রী। এ নিয়ে সব সময়ই অশান্তি লেগে থাকত। এক পর্যায়ে স্বামীর বি’রুদ্ধে আ’দালতের দ্বারস্থ হন ওই নারী।
আর তাই ওই স্ত্রীর ও’পর প্রতিশোধ নিতে তাকে বন্ধুদের হাতে তুলে দিলেন স্বামী। একটি ঘরে আ’টকে রেখে স্বামীর বন্ধুরা তাকে একাধিকবার ধ’র্ষণ করেছেন বলে অভিযোগ করছেন ওই নারী। কাউকে বলে দিলে তাকে প্রা’ণে মে’রে ফেলারও হু’মকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।খবরে বলা হয়, গত বুধবার মা’মলা সংক্রান্ত কাজে কলকাতা হাইকোর্ট ওই নারীর স্বামী উজ্জ্বল দে’কে ডেকে পাঠান।
সেখানে ওই নারীর সঙ্গে তার দুই বন্ধুর পরিচয় করিয়ে দেন স্বামী। ওই নারীর অভিযোগ, আ’দালতের কাজ শেষ হওয়ার পর ওই দুই বন্ধুর সঙ্গে স্ত্রীকে পাঠিয়ে দেন উজ্জ্বল। এর পরই সোনারপুরের একটি বাড়িতে এনে তাকে স্বামীর বন্ধুরা দুদিন ধরে ধ’র্ষণ করেছে বলে অভিযাগ করেন তিনি।
ওই দুই ব্যক্তির হাত থেকে পা’লিয়ে সোনারপুর স্টেশনে রেল পুলিশের কাছে এসে সবকিছু জানান ওই নারী। সেখান থেকে তাকে সোনারপুর থানায় পাঠানো হয়। সেখানেই স্বামী ও তার দুই বন্ধুর বি’রুদ্ধে লিখিত অভিযোগ দা’য়ের করেছেন তিনি।