গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে একযোগে ভেষজ চারা রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচির আলোকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ এর ভেষজ বাগানে ৭৫ টি বিভিন্ন জাতের ভেষজ উদ্ভিদ রোপন করা হয়।
ভেষজ চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা. মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মোঃ মজিবুর রহমান, অত্র হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মোস্তাফিজুর রহমান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সজীব ঘোষ এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার তাছাদ্দুক হোসেন ইয়াসিন। চারা রোপনের পর বৃক্ষের যথাযত পরিচর্যার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়।
ভেষজ চারা রোপন কর্মসূচিটি অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা কর্তৃক গৃহীত।