প্র’ধানমন্ত্রীর ব’রাদ্দকৃত মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন মণ্ডল (৪০) নামে এক ইমামের ৬ মাসের বিনাশ্রম কা’রাদ’ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আ’দালত। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আ’দালতের নির্বাহী ম্যা’জিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
দ’ণ্ডপ্রাপ্ত জ’য়নাল আবেদিন সদর উপজে’লার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের তোয়াজ শেখের ছেলে এবং ব্যাংরোল বুঝারীপাড়া জামে মসজিদের ইমাম।
অ’ভিযোগে ব’লা হয়, স’রকারি তহবিল থেকে মসজিদের জন্য নির্ধারিত বরাদ্দ বিতরণের জন্য উপজে’লার শুখানপুখুরী ইউনিয়নের ৪৮টি মসজিদের নামের তালিকা দেয় ইসলামিক ফ্উন্ডেশনের ওই ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন।
এ’র ম’ধ্যে ওই ইউনিয়নের ৬টি মসজিদের টাকা না পাওয়ার অভিযোগ করেন ইউপি সদস্য আমজাদ আলী।সারোডুবি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার বলেন, ৫ হাজার টাকার মধ্যে ২ হাজার ৫ শ’ টাকা দেন ওই টিম লিডার। আর বাকি টাকা তিনি পকেটস্থ করেন।
ভ্রা’ম্যমাণ আ’দালতের নি’র্বাহী ম্যা’জিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনটি মসজিদের মধ্যে ২টি মসজিদ ২ হাজার ৫ শ’ ও একটি ৩ হাজার ৫ শ’ টাকা পায়।
অ’বশিষ্ট টা’কা আত্মসাত করার সত্যতা প্রমাণিত হওয়ায় জয়নাল আবেদীনের ৬ মাসের বিনাশ্রম কা’রাদ’ণ্ড দেয়া হয়। ক’রোনা স’ঙ্কট মো’কাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে গত ২৩ মে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ঠাকুরগাঁও জে’লায় ৩ হাজার ৩ শ’ ৫৩টি মসজিদে এক কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।