প্র’খ্যাত শি’ক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে সা’ম্প্রতিক স’ময়ে মারা যাওয়া সংসদ সদস্যসহ সমাজের বিশিষ্ট জনদের স্মরণে শোক প্রস্তাবে শেখ হাসিনা বলেন, অধ্যাপক আনিসুজ্জামান সরাসরি আমার শিক্ষক ছিলেন।
এ স’ময় প্রধান’মন্ত্রী ব’লেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭১ সালে যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, তিনি তার মধ্যে বেঁচে যাওয়া একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। বাং’লা একাডেমির দায়িত্বে ছিলেন। আমি প্র’ধানমন্ত্রী বা যা-ই হই না কেনো, তিনি শিক্ষক শিক্ষকই।
তা’কে আ’মি সব’সময় শিক্ষকের মর্যাদাই দিয়েছি। তিনি যখন অসুস্থ তখন চেষ্টা করেছি সবসময় তার খোঁজ রাখতে। চেষ্টা করেছি তার চিকিৎসার সার্বিক খোঁ’জ খবর নিতে। সবরকম ব্যবস্থাও নিয়েছিলাম তা’র চিকিৎসার জন্য।
এছাড়া শে’খ হা’সিনা বলেন, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীতে আজ অচলাবস্থা। যদিও মানুষ সুস্থ হচ্ছে তবুও আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যেই। অ’স্ত্র-অর্থ-সম্পদ-প্রভাব কোনো কিছুই যেনো ঠে’কাতে পারছে না করোনা ভাইরাসকে।
জরু’রী এই পরিস্থিতিতে নিজের অপারগতা তুলে ধরে শেখ হা’সিনা জানান- ‘পার্লামেন্টের কেউ মারা গেলে সং’সদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা জানাজা করি আমরা।
আ’মাদের অ’নেক সদস্য মারা গেলেন। আমরা তাদের সেই জানাজাটা পড়তে পারলাম না। আমরা তা’দেরকে দেখতেও যেতে পারিনি। এমনকি এই পরিস্থিতিতে সেই পরিবারগুলোর কোনো সদস্যের সাথেও আমরা দেখা করে সান্ত্বনা-সমবেদনাটুকুও দিতে পারলাম না। এটাই কষ্ট।