জে’লার কুলাউড়ায় প্রকাশ্যে প্রবাসীর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে (৩৫) অর্ধন’গ্ন করে ব্যাপক লা’ঠিপে’টা ও নি’র্যাতন করা হয়েছে।গত সোমবার উপজে’লার বরমচাল ইউনিয়নের উজান পাড়ায় এ ঘটনা ঘটে।
প্র’বাসীর স্ত্রীকে লা’ঠিপে’টাকারী ওই ব্যক্তি একই ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃ’ত সরল খানের ছেলে মোলাইম খান।স্থানীয় সূত্রে জানা যায়, নি’র্যাতনের শি’কার ওই প্রবাসীর স্ত্রী তিন কন্যার জননী। বড় কন্যার কিছুদিন আগে বিয়ে দেয়া হয়।বাড়িতে ওই নারী তার দুই মেয়েকে নিয়ে থাকতেন।
গ’ত সোমবার দুপুরে প্রবাসীর স্ত্রী স্থানীয় ফুলেরতল বাজার থেকে মোবাইল ব্যাংকিকের ‘বিকাশ’ এজেন্ট থেকে নগদ টাকা উত্তোলন করে বাড়িতে আসেন।এ সময় ওই নারীর পিছু ধরে মোলাইম খাঁ ওই প্রবাসীর বাড়িতে যান।
এ স’ময় প্রবাসীর স্ত্রীকে মা’রধর করে ঘর থেকে বের করে আনেন তিনি।এ সময় ওই নারীর পিছু ধরে মোলাইম খাঁ ওই প্রবাসীর বাড়িতে যান। এ সময় প্রবাসীর স্ত্রীকে মা’রধর করে ঘর থেকে বের করে আনেন তিনি।
প’রে ওই নারীর দুই মেয়ের সামনে অর্ধন’গ্ন করে প্রকাশ্যে বেধড়ক লা’ঠিপে’টা শুরু করেন। মা’রধর শেষে মোলাইম খান ঘটনাস্থল থেকে চলে যান।