ছো’টপর্দার দুই তারকা মনোজ প্রামাণিক ও সাদিয়া জাহান প্রভা। তাদের ভালো বন্ধুত্বের গল্পের ফাঁকে প্রায়ই উঁ’কি দেয় গোপন প্রেমের গু’ঞ্জন। তবে
দুজনেই এ নিয়ে চুপ রয়েছেন শুরু থেকেই। তাদের ব্যক্তিগত স’ম্পর্কটা যাই হোক, যেমনই হোক প’র্দায় তাদের জুটি বেশ জমজমাট। দর্শকেরও আগ্রহে রয়েছে।করোনা কাটিয়ে তাই এই দুই তারকা জুটি বেঁধেই ফিরছেন নাটকে।
স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি ‘টেডি বিয়ার’ শিরোনামের নতুন একটি ঈদের নাটকের শু’টিং শেষ করেছেন মনোজ-প্রভা। তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলুর পরিচালনায় এ নাটকে স্বামী-স্ত্রী ভূমিকায় দেখা যাবে তাদের।
যেখানে স’ন্তান জন্ম দেয়া নিয়ে এক দম্পতির সুখ-দুঃখের চিত্র ফুটে উঠবে।নাটকটি প্রসঙ্গে নির্মাতা বাবলু বলেন, ‘ঈদে আমার তিনটি নাটক প্রচার হবে।
যার মধ্যে একটি ‘টেডি বিয়ার’।ম’হামারি এই সময়ে আমরা চেষ্টা করেছি খুব ‘ছোট টিম নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শু’টিং করার।
আর সবার সহযোগিতায় ঈদের জন্য সুন্দর একটি নাটক নির্মাণ করলাম।’নাটক প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রের নাম ফাইজা। রোমা’ন্টিক ঘরানার এ কাজটি বেশ উপভোগ করেছি।
আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’সাদেক সাব্বিরের রচনায় ‘টেডি বিয়ার’ নাটকটিতে প্রভা ও মনোজ কুমার ছাড়াও আরও অ’ভিনয় করেছেন বাসার বাপ্পি, নয়ন খান, পাপিয়া ইসলাম প্রমুখ। নাটকটি প্রযোজনা
করেছেন জিয়াউল হক মামুন।পরিচালক আতিফ আ’সলাম বাবলু ‘জানান, আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।