প্রে’মের টানে ইসলাম ধ’র্ম গ্রহণ করে মু’সলিম ছেলেকে বি’য়ে।
কুমিল্লা উপজে’লা দেবিদ্বার দক্ষিণ গুনাইঘরের মাশিকাড়া গ্রামের মোকবল হোসেনের ছেলে ফয়সালের সাথেময়মনসিং জে’লার হালুয়াঘাট উপজে’লা জয়মকুড়া গ্রামের শ্যামল তজু মেয়ে নিপা তজু সাথে ঢাকায় পরিচয়দুই বছর যাবত প্রেমের আবদ্ধ হয় গত ১০ –২–২০২০ –তারিখে কুমিল্লা এডভোকেট হারুনুর রশিদমাধ্যমে নোটারি এপিডেপিড করে নিপা নাম বাদ দিয়ে জান্নাতুল ফেরদৌস নাম পরিবর্তন করা হয়েছে।
আ’জ ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের মাশিকাড়া গ্রামের বাড়িতে সকলে উপস্থিতিতে।হিন্দু মেয়ে ধর্ম ত্যাগ করে মু’সলিম ধর্ম গ্রহণ করে।মু’সলিম রীতি অনুযায়ী বিয়ের পিঁড়িতে বসলেন। হিন্দু ধর্মে মেয়ে নিপাত তজু।এই কার্যক্রম দেখে খুশি মাশিকাড়া গ্রামবাসী তাই মেয়েকে নিজের বোন হিসাবে গ্রহণ করে করছেন মাশিকাড়া গ্রামবাসী।এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান।
এ’ডভোকেট হারুনুর রশিদ পিপি ময়মনসিং থেকে আসা মেয়ের বাবা মা উপস্থিত ছিলেন।পড়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান নিজে দায়িত্ব নিয়ে। মেয়ে ও ছেলের সম্মতি ক্রমে চার লক্ষ টাকা কাবিন। এক লক্ষ টাকা উসুল করে বিয়ের কার্যক্রম শেষ করে দেন।