করোনা আক্রান্তের চিকিৎসায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও Convalescent Plasma Therapy’র পরীক্ষামূলক প্রয়োগ আশার আলো দেখাচ্ছে।
এই প্রকল্পে গঠিত টেকনিক্যাল কমিটিকে প্লাজমা ডোনার প্রদানের মাধ্যমে সহায়তা করছে সন্ধানী।
🎙 নিম্নোক্ত শর্ত সাপেক্ষে একজন সুস্থ রক্তদাতা প্লাজমা দান করতে পারেনঃ
✍ ১. আক্রান্ত ব্যক্তি সুস্থ হবার পর ২৮ দিন অতিবাহিত হবে।
অথবা,
আক্রান্ত ব্যক্তি উপসর্গমুক্তির পর নূন্যতম ২৪ ঘন্টা ব্যবধানের দুটি নেগেটিভ RT PCR টেস্টের ২য় টির ফলাফল নেগেটিভ আসার পর ১৪ দিন অতিবাহিত হতে হবে।
◑উদাহরণস্বরূপ,
☞ মিস্টার ‘ক’ মে মাসের ১ তারিখে করোনা পজিটিভ হলেন এবং তিনি ৩ তারিখে করোনা ভাইরাস এর উপসর্গমুক্ত হন। তিনি মে মাসের ৩১ তারিখে প্লাজমা দানে উপযুক্ত হবেন।
☞ মিজ ‘খ’ ৩ টি করোনা টেস্ট করেছেন। প্রথমটি পজেটিভ আসার পর বাকি দুটি নেগেটিভ এসেছে।
২য় টি নেগেটিভ আসার পর তার ৩য় করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে মে মাসের ২ তারিখে। তিনি মে মাসের ১৬ তারিখে প্লাজমা দানে উপযুক্ত হবেন।
✍ ২. যেসব মহিলা কখনো গর্ভধারণ করেছেন তারা প্লাজমা দানের জন্য উপযুক্ত নন৷
✍ ৩. এন্টিবডি টাইটার ন্যূনতম ১ঃ১৬০ থাকতে হবে।
➤ প্লাজমা দানে আগ্রহী ব্যক্তি যোগাযোগ করুনঃ
✆ 01791952353
✆ 01785648622
অথবা, আপনার আগ্রহ প্রকাশ করে সন্ধানীর ভেরিফাইড ফেসবুক পেজে আপনার ২য় নেগেটিভ করোনা টেস্ট রিপোর্টের তারিখ জানিয়ে মেসেজ করুন।
প্লাজমা ডোনার সংগ্রহ করা রক্তদাতা সংগ্রহের মতো সহজ নয়। সন্ধানীর প্লাজমা ডোনার পুল গঠনে সকলের সহায়তা প্রয়োজন। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্লাজমা দানে আগ্রহী ব্যক্তি সংগ্রহের চেষ্টা করুন এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ কে অবহিত করুন। করোনার করাল গ্রাসে অকাল মৃত্যু ঠেকাতে সকলের সহায়তা আমাদের একান্ত কাম্য। আপনার-আমার মিলিত প্রচেষ্টায় বাঁচবে প্রাণ।
কে জানে? হয়তো করোনা থেকে সুস্থ ব্যক্তির প্লাজমাতেই লুকিয়ে আছে করোনা মুক্তির সফল চিকিৎসা!!
ধন্যবাদ
সন্ধানী,শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট