“প্লাজমা দিন জীবন বাঁচান”
করোনা ভাইরাসের মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। কেউ আবার শেষনিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছে পরপারে আর যারা সুস্থ হচ্ছে তারাই আবার কর্মস্থলে ফিরে আসছে। শুধু কি কর্মস্থলেই ফিরে আসছেন? না। তাঁরাই আবার মানবতার হাত বাড়িয়ে করোনায় আক্রান্ত অন্য রোগিদের জীবন বাঁচাতে ডোনেট করছেন প্লাজমা।
বারংবার প্রমাণ করছেন পুলিশ জনগণের সত্যিকারের বন্ধ।
তারই ধারাবাহিকতায় ৬ জুলাই করোনা আক্রান্ত রোগিদের জীবন বাঁচাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের ভৈরব থানায় কর্মরত ১০ জন করোনাজয়ী পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করেন। করোনাজয়ী সদস্যরা অন্যদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতালে তাঁরা প্লাজমা ডোনেট করেন।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম-বার) বলেন, কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা সুস্থ হচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্লাজমা ডোনেট করছেন। ইতিমধ্যে ভৈরব থানার ১০ জন পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্লাজমা দিয়ে এসেছেন। তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের জন্য এই প্লাজমা ব্যবহার করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যগণ প্লাজমা ডোনেট অব্যাহত রাখবেন বলে তিনি আশা করেন।