ফার্মেসি থেকে ওষুধ কিনতে এসে মারা গেলেন এক অজ্ঞাত ব্যক্তি
মনিটর ডেস্ক: রাজধানীর ভাটারায় ‘বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’ এ ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা গেলেন অজ্ঞাত এক ব্যক্তি।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নতুন বাজার ১৬০ ফিট রাস্তায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রারা জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ওষুধের ফার্মেসির ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। আজ দুপুরে ওই ব্যক্তি ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির সামনেই ছটফট করতে করতে মারা যান।
ফার্মেসির মালিক জানায়, ওষুধ কিনতে এসে ওষুধ নেওয়ার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করে মারা গেছেন।
ভাটারা থানার ডিউটি অফিসার এসআই আকলিমা জানান, একটি ফার্মেসির মধ্যে একজন লোক মারা গেছেন খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সূত্রঃ অনলাইন
Facebook Comments