ফিলি’স্তিনের গভর্নরকে ১৭তম বার গ্রে’প্তার করল ইসরায়েল
মধ্য’প্রাচ্যের নির্যাতিত রা’ষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারও গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।গাজার সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) সকালে ইসরায়েলি সেনাবাহিনী আদনান গেই’তের বাড়িতে
অভিযান চালিয়ে তাকে গ্রে’প্তার করে।স্থানীয় সংবাদমাধ্য’মগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় আদনান গেইতকে ইসরায়েলি সেনারা এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে।যদিও তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এখনো সে বিষয়টি পরিষ্কা’র নয়, তবে ইসরায়েলি পুলিশ দ্রুত এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি
দেবে বলে ধারণা করা হচ্ছে।২০১৮ সালে আদনান গেইত আল-কুদস শহরের গভ’র্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার গ্রেপ্তার করেছে।উল্লেখ্য, আল-কুদস শহরে ফিলিস্তিনি কর্তৃপ’ক্ষের তৎপরতা দেখভাল করার দায়িত্ব আদনান গেইতের।