ফে’সবুকে পোস্ট নিয়ে পু’লিশ-মুসল্লি সং’ঘর্ষ।
ভোলার ম’নপুরায় শ্রীরাম নামে এক যুবক মহানবী (সা.) ও বিবি আয়শাকে জড়িয়ে কটূক্তিমূলক ফেসবুকে পোস্ট শেয়ারকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের সঙ্গে সং’ঘর্ষের ঘটনা ঘটে। এত ১০ জন আ’হত হওয়ার খবর পাওয়া যায়।
এ’ই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার পর মনপুরা উপজে’লার রামনেওয়াজ জামে মসজিদের মুসল্লি, কাউয়ারটেক কিল্লার পাড় জামে মসজিদের মুসল্লি ও চৌমুহনী জামে মসজিদের মুসল্লিরা রামনেওয়াজ চৌমুহনী বাজারে মিছিলসহ একত্র হয়ে প্র’তিবাদ করে।
এ স’ময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ শ্রীরাম দাসের চৌমুহনী বাজারে দোকান ঘরে হা’মলা শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বা’ধা দিলে উত্তেজিত মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘণ্টাব্যাপী সং’ঘর্ষে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গু’লি ছো’ড়ে।পরে পুলিশের সঙ্গে মুসল্লিদের ঘণ্টাব্যাপী সং’ঘর্ষ বাঁধে।
এই ঘ’টনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গু’লি করে। পুলিশের গু’লিতে ১০ জন আ’হত হওয়ার খবর পাওয়া য়ায়। আ’হতদেরকে মনপুরা হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বি’ষয়ে মনপুরা থানার অফিসার ই’নচার্জ (ওসি) জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.) ও বিবি আয়শাকে জড়িয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার দেয়া শ্রীরাম নামে এক যুবককে আ’টক করা হয়েছে।
তা’র বি’রুদ্ধে মা’মলা হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক আছে।মনপুরা উপজে’লা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ফেসবুকে ঘটনাকে কেন্দ্র করে মনপুরায় কিছুটা উ’ত্তেজনা দেখা দেয়। শ্রীরাম নামে এ যুবককে আ’টক করা হয়েছে। এ বি’ষয়ে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। এলাকাবাসী, ইমামদের ও প্রশাসকের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে।