ব’গুড়ায় তা’লাকের কাগজে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে (৩২) স্বামীর নির্দেশে শাশুড়ি ও ননদ ঘরে আ’টকে রেখে মা’রপিটের পর মাথার চুল কে’টে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শবনিবার রা’তভর সদর উপজে’লার লাহিড়িপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া গ্রামে এ ঘটনা ঘটে।নি’র্যাতনের শি’কার ওই গৃহবধূ রোববার সকালে পা’লিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘবটনায় স’ন্ধ্যা পর্যন্ত মা’মলা হয়নি।লাহিড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাফতুন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে তার কিছু করণীয় নেই বলে জানিয়েছেন।
আ’বদুর রবহিম তা’কে তালাক দেয়ার সিদ্ধান্ত নেয়। ওই গৃহবধূ রাজি না হলে শনিবার রাতে ননদ ও শাশুড়ি ঘুম থেকে ডেকে তোলেন। এরপর ঘরে আ’টকে রেখে তাকে রাতভর মা’রপিট করে। একপর্যায়ে মাথার চুল কে’টে দেয়।
রোববার স’কালে সু’যোগ পেয়ে গৃহবধূ বাড়ি থেকে পা’লিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে গিয়ে ভর্তি হন।ওই গৃহবধূর চাচাতো ভাই রুবেল আহম্মেদ জানান, স্বামীর নির্দেশেই তার বোনকে মা’রপিটের পর মাথার চুল কে’টে দেয়া হয়েছে।
স’দর থা’নার ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, গৃহবধূকে নি’র্যাতনের কথা শুনেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে ত’দন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।