“জাতির পিতার সম্মান রাখিবো মোরা অম্লান”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর সামনে সকল চিকিৎসকদের জমায়াতের এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর এক টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে করোনা মোকাবেলার সম্মুখ যোদ্ধাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাব। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ডা.মো. নজরুল ইসলাম অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. আহসানুল হক মুকুল পরিচালক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা. মোঃ হেলাল উদ্দিন উপ-পরিচালক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ, ডা. মোঃ মজিবুর রহমান সিভিল সার্জন, কিশোরগঞ্জ, ডা. হুসনা বেগম সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা কিশোরগঞ্জ, , বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুবুল ইকবাল সভাপতি, বিএমএ , কিশোরগঞ্জ জেলা শাখা, ডা. এম এ ওহাব বাদল সাধারণ সম্পাদক, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখা, ডা. দীন মোহাম্মদ সভাপতি, স্বাচিপ, কিশোরগঞ্জ জেলা শাখা, অধ্যক্ষ আ ন ম নওশাদ খান সাধারণ সম্পাদক, স্বাচিপ, কিশোর জেলা শাখা ও অধ্যক্ষ প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রফেসর ডা. খালেকুল ইসলাম উপ পরিচালক, জহূরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কিশোরগঞ্জ, আব্দুস সালাম ভূঁইয়া সভাপতি, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখা , ওমর ফারুক সাধারণ সম্পাদক বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন ( বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে কর্তব্যরত সকল চিকিৎসকগণ, নার্সিং কর্মকর্তাগণ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ হেলথ অর্গানাইজেশন এর সকল নেতৃবৃন্দ।