ব’রগুনায় বি’পদসীমার ৩৩ সে.মি. উপর দিয়ে বইছে পা’নি।
ব’ঙ্গোপসাগরে সৃ’ষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণাঞ্চল এলাকার বরগুনা জে’লার তিনটি নদী বি’ষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বি’পদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আ’জ বুধবার (২০ মে) বি’ষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন।
পা’নি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময় জোয়ারের উচ্চতা থাকে ২.৮৫ সেন্টিমিটার।
বু’ধবার বেলা ১১টায় বরগুনায় জোয়ারের পানির উচ্চতা ছিল ৩.১৮ সেন্টিমিটার। যা বি’পদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Facebook Comments