বরের বয়স ৯ কনের ১৮, ব্যাপক তোলপাড়!
বিনোদন ডেস্ক: নয় বছরের বাচ্ছা ছেলের সঙ্গে ১৮ বছরের তরুণীর প্রেম, ভালোবাসা, বিয়ে, হানিমুন! সনি টিভিতে ‘পেহরেদার পিয়া কি’ সিরিয়ালের প্রথম পর্ব প্রচারিত হওয়ার আগ থেকেই শুরু হয় বিতর্ক।
কারণ ট্রেইলারের বদৌলতে সিরিয়ালের মূল কাহিনী জেনে গিয়েছিল ভারতীয়রা।
এরইমধ্যে পুরো ভারতজুড়েই সিরিয়ালটির ২০ পর্ব প্রচারিত হয়েছে।
এবার সিরিয়ালটির প্রচার বন্ধে ভারতের সম্প্রচার বি’ষয়ক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃ’তি ইরানির কাছেও দাবি তুলেছেন তারা। অনলাইনে একটি পিটিশনও করা হয়েছে।
যাতে ৫০ হাজার স্বাক্ষর লাগবে। এরইমধ্যে ৪২ হাজার মানুষ তাতে স্বাক্ষর করেছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস
Facebook Comments