1. ashrafali.sohankg@gmail.com : aasohan :
  2. alireza.kg2014@gmail.com : Ali Reza Sumon : Ali Reza Sumon
  3. hrbiplob2021@gmail.com : News Editor : News Editor
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:-

বাং’লাদেশে এখনও তা’ণ্ডব চালাচ্ছে আ’ম্ফান, এখন পর্যন্ত নি’হত ১০।

রিপোর্টার:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৮১ সংবাদটি দেখা হয়েছে

ব’ঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান বুধবার (২০ মে) সন্ধ্যায় তা’ণ্ডব শুরু করে তা এখনও চলছে। আবহাওয়া অফিস সূত্র জানা গেছে, এ মুহূর্তে আম্ফান আছে ঝিনাইদহে।

এ’টি ঝড়ো হাওয়া সৃষ্টি করে বৃষ্টিপাত ঝড়িয়ে দুর্বল হয়ে পড়বে। বুধবার সন্ধ্যার দিকে সুন্দরবনে আ’ঘাত হানে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার।প্রবল বেগের এই ঝড় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দেয়।

রা’ত পৌনে ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় আম্পান ঝিনাইদহে অবস্থান করছে। এদিকে রাত দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত গাছ ও দেয়ালচা’পায় এবং নৌকাডুবিতে বিভিন্ন স্থানে ১০ জনের মা’রা যাওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (২০ মে) দিনগত রাত দেড়টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অফিসের সর্বশেষ বু’লেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জে’লা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

ঘূ’র্ণিঝড় কেন্দ্রের ৭৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার, যা আরো দমকার বা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃ’দ্ধি পেতে পারে।আম্ফানের মূল কেন্দ্র দিঘা, উড়িশার পর পশ্চিমবঙ্গ হয়ে অতিক্রম করতে শুরু করে। এ সময় সাতক্ষীরা, খুলনাসহ পশ্চিম উপকূলে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস বয়ে যায়।রাত ১০টার দিকে জোয়ার শুরু হলে ১৫ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হয়। এতে প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা।

প্র’বল ঝড়ে যশোরে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে, গাছচা’পায় সাতক্ষীরা শহরে গৃহবধূ, পটুয়াখালীতে শি’শুসহ দু’জন, কলাপাড়ায় নৌকাডুবিতে একজন, ভোলার চরফ্যাসনে গাছচা’পায় একজন, পিরোজপুরে দেয়ালচা’পায় একজন, লক্ষ্মীপুরে একজন এবং বরগুনায় একজনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।

খবরটি পছন্দ হলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও খবর

All rights reserved © 2021 Newsmonitor24.com
Theme Customized BY IT Rony