কর্মসংস্থানের জন্য দ্বারে দ্বারে ঘুরছিলেন শারীরিক প্রতিবন্ধী আনিছুর রহমান আনিছ। শারীরিক প্রতিবন্ধী আনিছুর রহমান আনিছ কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
পুলিশ সুপার ডেকে আনেন আনিছুর রহমান আনিছকে। তার সঙ্গে কথা বলেন। কথা বলে জানতে পারেন আনিছের ছোট বোনটিও একজন শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী। কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনকে বিষয়টি অবহিত করেন পুলিশ সুপার। আহবায়ক শাহিন তৎক্ষণাত তাকে জেলা পরিবহন মালিক সমিতির কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরি প্রদান করেন। বাংলাদেশ পুনাক সভানেত্রীর মহানুভবতায় প্রতিক্ষার ফসল শারীরিক প্রতিবন্ধী আনিছের চাকুরি। সরকারি চাকুরি না হলেও খুশি আনিছ
অতঃপর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে আনিছুরকে একটি কম্পিউটার উপহার এবং চাকুরির নিয়োগ পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন, কিশোরগঞ্জ পুনাকের সহ-সভানেত্রী ডাঃ তাসলিমা সুলতানা সেতু, রোজলিন শহীদ চৌধুরী, প্রিয়াংকা নাথ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।
চাকুরী পেয়ে আনিছুর রহমান বলেন, সংসারের খরচ চালাতে একটি চাকুরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি দিনের পর দিন। কিন্তু কারও কাছ থেকে কোন সাড়া পাইনি। পুনাক ও পরিবহন সমিতির পক্ষ থেকে চাকুরি ও কম্পিউটারের ব্যবস্থা করায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, সমাজে এমন অনেক আনিছুর রয়েছে। তেমনি চাকুরি দাতারাও রয়েছে। তাদেরকে খোঁজে এনে সহায়তা করলে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে।
পরে কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আনিছুরকে তার কর্মস্থলে গিয়ে দিয়ে আসেন ও মালিক পরিবহন সমিতি তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেন।
ইচ্ছা থাকা সত্ত্বেও করোনার কারণে বাংলাদেশ পুনাক সভানেত্রী জীশান মীর্জা কিশোরগঞ্জে আসতে পারেননি।