বাথ’রুমে ছাত্রীকে ধ’র্ষ’ণে ব্যস্ত প্রধান শিক্ষক, দেখে ফে’লে আরেক ছাত্রী।
জে’লার বা’রহাট্রা উপজে’লার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন কর্তৃক অষ্টম শ্রেণির এক মেধাবী ছাত্রী ধ’র্ষণের শি’কার হয়েছে। ধ’র্ষণের এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
ও’ই প্র’ধান শিক্ষকের বি’রুদ্ধে মা’মলা দা’য়েরের পর তার ফাঁ’সির দাবি জানিয়েছে নি’র্যাতিতা ছাত্রী ও তার পরিবার।মা’মলা ও নি’র্যাতিত পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন দীর্ঘদিনধরে নিজ বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন সময় দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভনসহ বেশি নম্বর প্রদান, পরীক্ষায় উর্ত্তীর্ণের আশ্বাস, ভ’য়ভীতি প্রদান জি’ম্মি করে কৌশলে ছাত্রীদের যৌ’ন হয়রানী, ধ’র্ষণসহ নানান অ’পকর্ম চা’লিয়ে যাচ্ছিলেন।
স্কু’লের মে’ধাবী সুন্দরী ছাত্রীদের নানান প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে আ’টকে রেখে শা’রীরিক সম্পর্কে বা’ধ্য করতেন। কম্পিউটারে কাজ করানোর অজুহাতে ও দারিদ্রতার সুযোগ নিয়ে শরীর ম্যাসেজসহ একাধিক শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দিয়ে দিনের পর দিন অ’পকর্ম চা’লিয়ে গেছেন।লোকলজ্জার ভ’য়ে ছাত্রীরা লজ্জাজনক বি’ষয়টি চে’পে গেলেও একাধিক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বা’ধ্য হয়।
এ’রই ধা’রাবাহিকতায় সম্প্রতি স্কুলের বাথরুমে এক ছাত্রীকে ধ’র্ষণরত অবস্থায় অষ্টম শ্রেণির এক ছাত্রী দেখে ফেলায় ওই ছাত্রীকেও বাথরুমে নিয়ে নি’র্যাতন চালান ওই প্রধান শিক্ষক। ওই ছাত্রীকে হু’মকি দিয়ে বলা হয় এই ঘটনা জানাজানি হলে তাকে হ’ত্যা করা হবে। অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী বি’ষয়টি তার অভিভাবককে জানানোর পর গত ৩ জুন উপজে’লা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ পেশ করা হয়।
নি’র্বাহী ক’র্মকর্তা তাদের থানায় মা’মলা করার জন্য পরামর্শ দেয়ার পর নি’র্যাতিত শিক্ষার্থী নিজেই বাদি হয়ে বারহাট্রা থানায় লিখিত অভিযোগ পেশ করার পর অ’জ্ঞাত কারনে ওসি বদরুল আলম খান মা’মলা রেকর্ড না করে ফাইল চা’পা দিয়ে রাখেন। শেষে উপজে’লা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের নির্দেশে গত ১০ জুন ওসি মা’মলা রেকর্ড করতে বা’ধ্য হন। কিন্তু অ’ভিযুক্ত আ’সামি প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রে’প্তার না করে তালবাহা’না করতে থাকেন।
নি’র্যাতিতা ছা’ত্রী এক সাক্ষাৎকারে জানায়, ওই প্রধান শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের একাকী তার কক্ষে ডেকে নিয়ে কাছে বসিয়ে আদর করার অজুহাতে শরীরে হাত বুলিয়ে শা’রীরিক ও মা’নসিকভাবে ট’র্চার করতেন। বাথরুমে তাকে অপর এক ছাত্রীর সাথে আপত্তিকজনক অবস্থায় দেখে ফেলায় আমাকে তিনি নি’র্যাতন করেন এই বলে সে কা’ন্নায় ভে’ঙে পড়ে।
বু’ধবার (১৯ জুন) বিকেলে বারহাট্রা থানার ওসি বদরুল আলম খান এ বি’ষয়ে বলেন, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নি’র্যাতনের চেষ্টা চালান। তার বি’রুদ্ধে থানায় মা’মলা রেকর্ড করা হয়েছে।তিনি আরো জানান, আ’সামি হাইকোর্ট থেকে অন্তর্বর্ত্তীকালীন জা’মিন নেয়ার কারণে গ্রে’প্তার করা যাচ্ছে না।