৩১ মে থে’কে সী’মিত পরিসরে বাস, লঞ্চ ও ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিটিএ, রেলওয়ে ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তারা বলছেন, যাত্রী পরিবহনে ক’ঠোরভাবে অনুসরণ করা হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব।আন্তনগর ট্রেন দিয়ে শুরু হবে রেলের যাত্রা।
ত’বে প’রিবর্তিত পরি’স্থিতিতে ভাড়া কেমন হবে সে বি’ষয়ে দ্রুতই মালিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আর বাস মালিকরা বলছেন, গণপরিবহণ চা’লানোর সিদ্ধান্ত হলেও প্রক্রিয়া ঠিক করা হয়নি এখনো।ঢাকার প্রবেশপথ গাবতলীতে সাড়ি সাড়ি যানবাহন ঢোকার এ চিত্র, সীমিত পরিসরে সবকিছু খুলে দেওয়ার মাত্র দুদিন আগের।
গ’ণপরিবহন চা’লু হবে ৩১ মে থেকে। তার আগে ব্যক্তিগত যানবাহন, ভাড়া গাড়ি কিংবা পণ্যবাহী যান যে যেভাবে পারছে রাজধানীতে প্রবেশ করছে। গুণতে হচ্ছে মাত্রারিক্ত ভাড়া।গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিভাবে চলবে?
ভা’ড়াই বা কে’মন হবে তা ঠিক হয়নি এখনও।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মহাস’চিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত এটা নিয়ে স’রকারের সাথে আলোচনা হয়নি। কাল সিদ্ধান্ত হবে।’দীর্ঘ আড়াইমাসের সাধারণ ছুটির পর প্রস্তুতি চলছে লঞ্চ চলাচলেরও। মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ বলছে, যোগাযোগে ভোগান্তি কমাতে এ উদ্যোগ। স্বাস্থ্যবিধি মানতে পরিবহন করা হবে কম সংখ্যক যাত্রী।
এ’খানেও স’মন্বয় হতে পারে ভাড়া।বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, ‘ক’রোনা সং’ক্র’মণ পরিস্থিতিতে আমরা যদি যাত্রী পরিবহন সীমিত করতে পারি তাতে যাত্রীদের দুর্ভোগ অনেক কমবে।’নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘যেখানে পাঁচশো যাত্রী নেওয়ার কথা সেখানে ২শ যাত্রী নেওয়া হবে। এতে পরিবহন খরচ উঠবে কিনা সেটি একটি বি’ষয়।
এ বি’ষয়ে স’বার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে পারি।’আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে রেলের সীমিত পরিসরের যাত্রা। টিকেট বিক্রি হবে অনলাইনে। সামাজিক দূরত্ব নিশ্চিতে নীতি নির্ধারণ হচ্ছে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা।