কিশোরগঞ্জ সদর উপজেলা,১১নং দানাপাটুলী ইউনিয়নে পশ্চিম মাথিয়া গ্রামে বিবর্তন সামাজিক সংস্থা (বিসাস) এর উদ্যোগে আজ ২৩ শে মে ২০২০ ইং রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় সময় বিবর্তন গণপাঠাগার প্রাঙ্গণে, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী খাদ্যপণ্য প্রদান করা হয়।
সংগঠনের নিজস্ব ও এলাকার বিত্তবানদের আথির্ক অনুদানে বিবর্তন সামাজিক সংস্থা(বিসাস) শিষ্টাচারে প্যাকেজ তৈরী করে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উক্ত সংগঠনের খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং দানাপাটুলী ইউনিয়নের চেয়ারম্যান , হাজী সাখাওয়াত হোসেন দুলাল। সভাপতিত্ব করেরন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম মাষ্টার, পৌর মহিলা মহাবিদ্যায়ের অধ্যাপক শহিদুল ইসলাম রুবেল ও আবু তাহের মেম্বার। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলাইমান কবীর রিয়াদ ও বিসাসের সাহিত্য সম্পাদক, কিশোরগঞ্জ ভোরের আলো সাহিত্য আসরে সদস্য কবি আল মোহাম্মদ মোস্তফার নেতৃত্ব প্রায় ১১০ প্যাকেটে চাল, তেল,সেমাই,দুধ,চিনি পেঁয়াজ ও সাবান মোট ৭টি আইটেমে প্যাকেজ তৈরি করে প্রদান করা হয়েছে।
সকলকার্য প্রস্ততি করেন বিসাসের প্রচার সম্পাদক কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহাঙ্গীর আলম জিসান, সদস্য কাউছার আহম্মেদ, হাফেজ শামীম আহম্মেদ, মাহবুব আলম ও দপ্তর সম্পাদক উবায়দুল্লা। তাছাড়া বিতরণ কার্যে সকলে সহযোগীতা করেন বিসাসের কোষাধ্যক্ষ করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র নাঈম ইসলাম, সাকিবুল হাসান মান্নান,জালাল উদ্দিন, আলী আজগর মান্নান আজাহার,নোমান,রায়হান,
অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর মহিলা মহাবিদমহাবিদ্যালয়ের অধ্যাপক ফজলুল করীম।