২০ দি’নের প্রেম।
শা’রীরিক সম্পর্ক।
তারপর বিয়ে।
বি’য়ের পর দিন থেকে লাপাত্তা স্বামী।
এ’র এক সপ্তাহের মাথায় নববধূর বান্ধবীকে নিয়ে উধাও ছাত্রলীগ কর্মী।
এ’মন অ’ভিনব কান্ড ঘটেছে বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের গাংনগর ছয়ঘরিয়া গ্রামে।
অ’সহায় নববধূ স্ত্রীর দাবি নিয়ে শ্বশুর বাড়ি গেলে একে একে বাড়ি ছেড়ে পা’লিয়েছে শ্বশুর-শাশুড়ি।
শু’ক্রবার (১ মে) সরোজমিনে ঐ এলাকায় গেলে এই নববধূ জানান, একই গ্রামের ইসমাইলের ছেলে ছাত্রলীগ কর্মী জিহাদ হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স’ম্পর্কের ক’য়েকদিন পর একটি মাঠে নিয়ে তার সাথে শা’রীরিক সম্পর্ক করে জিহাদ।
তা’রপর ২০ দিনের মাথায় গত ১৮ এপ্রিল আবার শা’রীরিক সম্পর্ক করতে গেলে লোকজন ধরে তার সাথে মৌখিক ভাবে বিয়ে পড়ে দেয়।
কি’ন্তু সাধের বিয়ের পরদিন থেকেই উধাও হয় জিহাদ।
এ’ক সপ্তাহ পর জানতে পারি আমার বান্ধবীকে নিয়ে পা’লিয়ে গেছে সে।
স্ত্রী’র দাবি নিয়ে শ্বশুরবাড়ি গেলে শ্বশুর শ্বাশুরীও বাড়ি থেকে উধাও হয়েছে।
১৬ দি’ন হলো আমি জিহাদের বাড়িতে অবস্থান করছি।
এ ব্যা’পারে মেয়ের বাবা জানান, আমি মেয়েকে সংসার করাতে চাই।
কি’ন্তু ছে’লে পক্ষ বিয়ে ও কাবিনের বি’ষয়টি অস্বীকার করে মীমাংসার প্রস্তাব দিয়েছে।
তা’রা বলছে, বিয়ে পড়ানো হয়নি।
আ’পোষ করবেন কিনা প্রশ্নে তিনি জানান, ‘আমি গ্রামে বাস করি।
গ্রা’মে থাকলে গ্রামের মানুষের কথা শুনতে হবে আমাকে’।
ছে’লে জিহাদের বাবা-মা প’লাতক থাকায় তাদের পক্ষ থেকে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তা’র চাচা ও দাদার দেখা পেলেও তারা এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হয়নি।
তা’র চাচা ও দাদার দেখা পেলেও তারা এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হয়নি।
এদি’কে স্থানীয়রা বলছে, জিহাদ এর আগে তার আপন চাচাতো বোন সহ আরও ৩ জন মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে।
ন’তুন এঘটনা মিমাংসার চেষ্টা চলছে।
ছে’লের পক্ষ থেকে দুই লক্ষ টাকা দেয়ার অফার দেয়া হয়েছে মেয়ের বাবাকে।
ছা’ত্রলীগ করে কিনা জানতে চাইলে দেউলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, জিহাদ ছাত্রলীগের কোন পদে নাই ;তবে আমাদের সাথে থেকে কর্মী হিসেবে রাজনীতি করে।
এ ব্যা’পারে মোকামতলা পুলিশ ত’দন্ত কেন্দ্রের ই’নচার্জ সনাতন চন্দ্র স’রকার জানান,এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
অ’ভিযোগ পেলে ত’দন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।