ভ’য়াব’হ বন্যায় যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইয়াংজি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম বাঁধ, যা ভেঙে গেলে ভ’য়ান’ক ঝুঁকির মধ্যে পড়বে চীনের ৪০ কোটিরও বেশি মানুষ।
‘থ্রি জর্জেস’ বি’শ্বের সর্ববৃহৎ বাঁধ। এই বাঁধের কাছে এরই মধ্যে বন্যা সতর্কতাজারি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্র’কল্পটিও এখানেই। বলা হচ্ছে, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভ’য়া’ব’হ বন্যার কবলে এখন চীন।
চলতি জুনে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।লাগাতার এই ব’র্ষণের কারণে এ’কাধিক ন’দীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।
ফলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বর্ষার শুরুতেই আ’কাশ যে ভারী গর্জন শুরু করেছে, সেই সঙ্গে বর্ষণও, তাতে আর ক’য়েক সপ্তাহবর্ষণের এই ধারাবাহিকতা বজায় থাকলে চীনের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া মুশকিল হয়ে পড়বে।
দুই-তিন লাখ নয়, এক কো’টিও নয়, ৪০ কো’টি মানুষ! এ’কসঙ্গে এত মানুষ রাখার মতো স্থান সংকুলান হবে কি করে তা নিয়ে স্থানীয় প্রশাসনের ঘুম উবে গেছে।