৩১ মে’র পর সা’ধারণ ছু’টি আর বাড়ছে না। বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তি’নি ব’লেন, আম’রা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি।
দে’শে করো’না প্রাদুর্ভাবের কারণে গত ২৬ শে মা’র্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০শে মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।
তি’নি আ’রও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে।এক জে’লা থেকে অন্য জে’লায় যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা বলবত থাকবে।
ব’ন্ধ থাক’বে শি’ক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে।মা’র্চ মাসের শুরুতে দেশে করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী প্রথম ধ’রা পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মা’র্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এ’রপর দ’ফায় দ’ফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।যদিও করো’নাভাই’রাস সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে তারপরেও সাধারণ ছুটি আর না বড়ানোর সিদ্ধান্ত আসছে সরকারের পক্ষ থেকে।