ভ’রাডুবিময় টি-টো’য়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তনের কথা শোনা গিয়েছিল। তবে এ বি’ষয়ে সিদ্ধান্ত নেয়া হতো ক’রোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর, বোর্ডের এক সভায়।
তবে তা’র আ’গেই নিশ্চিত হয়ে গেলো, আঞ্জু জৈন আর থাকছেন না বাংলাদেশ নারী দলের দায়িত্বে। কে’ননা তিনি এ’রই মধ্যে চুক্তি করে ফে’লেছেন ভারতের ঘরোয়া দল বারোডা নারী ক্রিকেট দলের সঙ্গে।
বারোডা ক্রি’কেট অ্যা’সোসিয়েশনের (বিসিএ) যথাযথ নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন আঞ্জু।শুধু তিনি একা নন, বারোডা নারী দলের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন দেবিকা পালশিখর। তিনি আঞ্জুর সঙ্গে বাংলাদেশ নারী দলেরও সহকারী কোচ ছিলেন।