ভারতের গোমতি জেলা, ত্রিপুরার উদয়পুর টাউন হলে গত ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত
অনুষ্ঠিত হয় শিবপ্রসাদ দেব আন্তজার্তিক নাট্যোৎসব-২০১৯। অনুষ্ঠিতব্য নাট্যোৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলো ‘জলছবি মাইম থিয়েটার’। উৎসবে প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করে আজ ২৪ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ দেশে ফিরলো জলছবি মাইম থিয়েটারের কর্ণধার রিফাত ইসলাম।
বর্ণাঢ্য এই আয়োজনে ভারত-বাংলাদেশের বেশ কয়েকটি দল অংশগ্রহন করে। ৭ দিনব্যপী এ উৎসবের আয়োজন করে উদয়পুর-ত্রিপুরার নাট্যসংগঠন লিটল ড্রামা গ্রুপ।
এ বিষয়ে রিফাত ইসলাম বলেন- এ উৎসবে আমি আমার সবোর্চ্চ মঞ্চায়িত পরিবেশনা ‘টু ইন ওয়ান ড্যান্স’ মঞ্চায়ন করি। পারফরমেন্সের সময় উৎসুক দর্শকর হাত তালি এবং পারফরমেন্স শেষে দর্শকের ফটোসেশন আমাকে উৎসাহ জাগিয়েছে। এই প্রথম দেশের বাইরে নিজেকে মেলে ধরতে পেরে আমি আনন্দিত। নিজ দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করা প্রত্যেক শিল্পীর জন্য তা গর্বের।
উল্লেখ্য রিফাত ইসলাম এ পর্যন্ত প্রায় ৩০০ মঞ্চে পারফরমেন্স করেছেন। নাচ ও অভিনয়ের সমন্বয়ে ব্যতিক্রমী পরিবেশনা ছাড়াও তিনি একজন মূকাভিনয় শিল্পী। এরই ধারাবাহিকতায় গত ১ডিসেম্বর ২০১৯ খ্রীষ্টাব্দে মূকাভিনয় নির্ভর ‘জলছবি মাইম থিয়েটার’ প্রতিষ্ঠা করেন।