কাতার বিশ্বকাপ ২০২২ বাচাই ম্যাচে কলকাতার যুব ভারতীয় সল্ট লেগ স্টেডিয়ামে আজ রাত ৮ টায় মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ ৩৪ বছর পর সল্ট লেগে ফিরছে ভারতের জাতীয় দলের খেলা। ৭৫ হাজার দর্শকরা প্রস্তুত খেলা দেখার জন্য ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাই কলকাতায় চলছে আনন্দের বন্যা দুই এপার বাংলার ফুটবলারদের সাপোর্ট দিতেও প্রস্তুত ওপার বাংলার কিছু সমর্থক।