ভা’রত পা’পের ফল ভোগ করছে। পঙ্গপালের আক্রমণ আল্লাহর রোষের পরিণতি, কর্মফল। কোরআনের সুরা আ’রাফেরএই আয়াত উল্লেখ করেন টুইট করেন বলিউডের সাবেক অভিনেত্রী ‘দঙ্গল’ তা’রকা জাইরা ওয়াসিম।
গত বৃহস্পতিবারনিজের টু’ইটার অ্যা’কাউন্টে এমন মন্তব্য করেন তিনি। তবে সমালোচনার মুখে পরে সেই পো’স্ট মুছে ফেলেন জাইরা।ভারতীয় সংবাদমাধ্যম এ’নডিটিভি জানিয়েছে, ভারতে পঙ্গপালের হামলা পাপের ফল। আল্লাহর রোষে এই পরিণতি,কর্মফল।
কো’রআনের সুরা আ’রাফের এই আয়াত উল্লেখ করে টুইট করেন জাইরা ওয়াসিম।পঙ্গপাল সম্পর্কিতকো’রআনের ওই আয়াতের অর্থ হলো- ‘অতঃপর আমি তাদের ওপর প্লা’বন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্তের বিপদপাঠিয়েছিলাম সুস্পষ্ট নিদর্শন হিসেবে, কিন্তু তারা ঔদ্ধত্য প্রকাশ করল। তারা ছিল এক অপরাধী জাতি।’
এরপরই সো’শ্যালমিডিয়ায় স’মালোচনার মুখে পড়ে নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট ডিলিট করে দেন সিক্রেটসুপারস্টার অভিনেত্রী। সম্প্রতি করোনা-আম্পান সংকটের মধ্যেই ভারতে হানা দেয় পঙ্গপাল। মরুভূমি থেকে আসা এই পঙ্গপাল ইতিমধ্যে দেশটির প্রায় ৫০ জেলায় হানা দিয়েছে।