ম’য়মনসিংহের ভালু’কা উপজে’লার আমতলী এলাকায় অবস্থিত কটন গ্রুপের শ্র’মিকরা ছা’টাইয়ের প্র’তিবাদে বৃহস্পতিবার দুপুরে মহাসড়ক অ’বরোধ করে বি’ক্ষো’ভ করেছে।শ্র’মিকরা জানান, কটন গ্রুপে তারা নারী পুরুষ মিলে তিন হাজার শ্র’মিক কর্মরত আছেন।
ঈদের দু’ইদিন আ’গে তাদের কোনো বেতন না দিয়ে বোনাসের ৪ হাজার টাকার জায়গায় এক হাজার ৭০০ টাকা দিয়ে বিদায় করা হয়। ঈদের পর ফ্যাক্টরি খোলা হলে আমরা কাজে যোগদান করতে মিল গেইটে যাই। কিন্তু আ’মাদেরকে ভেতরে ডুকতে দেয়া হয়নি।ফ্যাক্টরির এ্যাসিস্টেন্ট ভাইস প্রে’সিডেন্ট আরিফুল ইসলাম জানান, দেড় বছর আগে তিন হাজার শ্র’মিক ছিলো।
বর্ত’মানে এ’ক হাজার ৯০০ শ্র’মিক নিয়ে কাজ করছি। ঈদের আগে ৫০ ভাগ বোনাসের টাকা দেয়া হয়েছে। এখন বাকি টাকা দিয়ে দেয়া হবে। বর্তমানে ফ্যাক্টরিতে কোনো কাজকর্ম নেই।
ছা’টাইয়ের ব্যা’পারে এখনো সিদ্ধান্ত হয়নি। তাই এখনকার পরিস্থিতির ব্যাপারে কর্তৃপক্ষ ভাবছেন।ময়মনসিংহ শিল্প পু’লিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কটন ফ্যাক্টরিতে কিছু শ্র’মিককে কাজে যোগদান করতে না দেয়ায় শ্র’মিকরা মহাসড়ক অ’বরোধ করে। প
রে শি’ল্পপুলিশ, থা’না ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্র’মিকদের বুঝিয়ে মহাসড়ক অ’বরোধ ছেড়ে মিল গেইটে অবস্থান করতে বললে তারা অ’বরোধ প্রত্যাহার করে।