মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকা হতে ৪৪০ বোতল ফেনসিডিল এবং ১টি মাইক্রোবাস’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক।
৭ ডিসেম্বর সোমবার কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব সেতুর পূর্ব পাশে নাটালের মোড় এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার বাদুঘর এলাকার সাদেক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী নবীর হোসেন (২৬)কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান বিএন এর নেতৃতে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ গ্রেফতার করেছে র্যাব এর চৌকস আভিযানিক দল।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।