ভো’টার আইডি-মোবাইল নম্বর ভে’রিফাই করে ২৫০০ টাকা দেওয়া হ’বে।
ক’রোনা ভাই’রাস সং’কটে অ’সহায় পরিবারের মধ্যে আড়াই হাজার করে টাকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, সেখানে অনিয়ম করে টাকা পাওয়ার সুযোগ নেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস স’চিব আশরাফুল আলম খোকন।শনিবার (১৬ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির সারাদেশের পরিস্থিতি তুলে ধরে তালিকার প্রত্যেকের ভোটার আইডি ও মোবাইল নম্বর ভেরিফাই করে এরপর টাকা ছাড়া হবে বলে এ সতর্কবার্তা দেন।
পো’স্টে তিনি বলেন, ক’রোনাকালীন সং’কটের কারণে তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর তালিকা তৈরি করেছেন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এ’রমধ্যে হবিগঞ্জ, বাগেরহাটের দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে।তিনি বলেন, প্রথমত: এই অনিয়মটি স্থানীয় পর্যায়ে স’রকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছেন। আর যদি যাচাই-বাছাই শেষে এ রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নেই।
কা’রণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।
Md Humayun Kabir
fita md Mafiz miya
Mata Hoseara Bagum
7329966068
give me2500 taka
মোবাইল নং যাচাই করা দরকার কিনতু দেখা গেছে সিম ছেলের নাম দিয়া কিনা ছেলের মা তার ছেলের মোবাইল নামবার দিছে তখন কি হবে?
আমার বাবা একজন মসজিদের খাদেম,মধ্যবিত্ত পরিবার আমাদের আমরা কেনো পেলাম না?
পকেট ভরবে বড় বড় নেতাদের চাল ও তেলের মতো নিজের একাউন্টে !?
ভাই এখন পর্যন্ত করোনার কোন সাহায্য (ত্রাণ) আমি পাইনি।
আমি ও ত পেলাম না ২৫০০ টাকা। আমি কি ভাবে পাইতে পারি এই টাকা।
ভাই এখনো কোনো সাহায্য কোথাও পাইলাম না। দিতে দেখলাম
Nice
ধন্যবাদ।
কেন যে সরকার বার বার এই সব চোরদের উপর দায়িত্ব দেয় ।
এখানে মন্তব্য করলে এ সাহায্য পাওয়া যাবে।
এখন ও কোন সাহায্য পাইনি। আমাদের কি অনাহারে মরতে হবে শেষ পর্যন্ত