ভোরের আলো সাহিত্য আসরের ৫৯৫ তম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৫৯৫ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে ও আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন,উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবুল বাহার, সহসভাপতি এমএ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সহ সাধারণ সম্পাদক শফিক কবীর,নারী বিষয়ক সম্পাদক কবি সুবর্ণা দেব নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী নিরব রিপন,সহ প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, ডাঃহীরা মিয়া,মাহমুদা আক্তার বিউটি,সাদিয়া জাহান রেজা,মাজহারুল ইসলাম,শাহীন, কবি এসএম মর্তুজা জামাল,প্রমুখ। আসরে উপস্থিত কবিগণ লেখা পাঠ করেন এবং শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
Facebook Comments