সা’মাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়ে কটু’ক্তি ও অ’পপ্র’চারের অ’ভিযোগে ডিজিটাল নি’রাপত্তা আ’ইনে করা মা’মলায় এক ব্যক্তিকে গ্রে’ফতার করেছে পু’লিশ।গ্রে’ফতার ফিরোজ আল মামুন (৫০) হরিরামপুর উপজেলার কালই এলাকার মৃ’ত রমজান আলী মুনশির ছেলে।
মা’মলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন তার নিজ ফেসবুক আ’ইডিতে এমপি মমতাজ বেগমকে নিয়ে কটূ’ক্তি ও বি’ভিন্ন অ’পপ্র’চার করে আসছিলেন।
বি’ষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃ’ষ্টি’গোচর হলে তিনি বা’দী হয়ে ডি’জিটাল নিরাপ’ত্তা আ’ইনে একটি মা’মলা করেন।হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, ডি’জিটাল নি’রাপত্তা আ’ইনে আ’সামি ফিরোজ আল মামুনকে গ্রে’ফতার করে সাত দিনের রিমা’ন্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।