ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৯০ পিস ইয়াবাসহ মোঃ রিপন মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প। শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার মেরেঙ্গা এলাকা থেকে মোঃ রিপন মিয়াকে আটক করা হয়।
তিনি নান্দাইল উপজেলা মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা এলাকার বাসিন্দা। মাদক বিক্রির খবর পেয়ে উক্ত এলাকায় র্যাব অভিযান চালায়।
এ সময় মোঃ রিপন মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।