ম’সজিদে ঈদের জামাত, কো’লাকুলি না করার অ’নুরোধ।
ক’রোনাভা’ইরাসেের (কোভিড-১৯) সং’ক্র’মণ প্রতিরোধে আসন্ন ঈদুল ফিতরের দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত কাছের মসজিদে আদা’য়ের জন্য অনুরোধ জানিয়েছে স’রকার।
এ’কই সঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি না করারও অনুরোধ জানানো হয়েছে।ঈদুল ফিতরের জামাত নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম বি’ষয়ক ম’ন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ অনুরোধ জানানো হয়েছে।
ঈ’দুল ফিতরের জামাতকে সামনে রেখে মোট ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে।
Facebook Comments