1. ashrafali.sohankg@gmail.com : aasohan :
  2. alireza.kg2014@gmail.com : Ali Reza Sumon : Ali Reza Sumon
  3. hrbiplob2021@gmail.com : News Editor : News Editor
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:-

মসজিদে তাবলীগ জামাতের ১৪ জনকে অচেতন করে চুরির অভিযোগ

রিপোর্টার:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬১ সংবাদটি দেখা হয়েছে

এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাটে তাবলীগ জামাতের এক সাথী ভাইয়ের বিরুদ্ধে ১৪জন সাথী ভাইকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আজ সকালে অসুস্থ তাবলীগ জামাতের ১৪জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়,তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে। কবিরহাট থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন,গত দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগ জামাতের ১৫জন সদস্য এখানে আসে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাতের সাথে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় তাবলীগ জামাতের ময়মনসিংহের রুবেল নামের এক সদস্য পলাতক রয়েছে। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা বলছে, পলাতক রুবেল তাদের জামাতের সফর সঙ্গী ছিল। সে গতকাল রাতে সবাইকে ভাতের সাথে ডাল খাইয়ে ছিল। ভুক্তভোগীরা ধারণা করছে, সে ডালের সাথে অচেতন হওয়ার মত কোন দ্রব্য খাইয়ে এ ঘটনা ঘটিয়ে। পলাতক রুবেল তাবলীগ জামাত সাদ গ্রুফের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগী তাবলীগ জামায়াতের সদস্যরা।

খবরটি পছন্দ হলে শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও খবর

All rights reserved © 2021 Newsmonitor24.com
Theme Customized BY IT Rony