মসজিদে যারা আদায় করতে পারবেন তারাবীহ নামাজ
ডেস্ক নিউজঃ আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে ২৩ এপ্রিল তারাববীহ নামাজ ঘরে আদায় করার জন্য বিজ্ঞপ্তি প্রদান করেন। যা ২৪ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করায় বাংলাদেশসে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে মুসলিম জনসাধারণকে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ৫ জন এবং জুম্মার নামাজে সর্বোচ্চ ১০ জন মুসল্লির উপস্থিতিতে নামাজ আদায় করার নির্দেশ প্রদান করে ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তী বিজ্ঞপ্তিতে তারাবীহ নামাজ করে আদায় করার নির্দেশ প্রদান করেন।
নির্দেশনায় যা বলা হয়েছে,
আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম এবং ০২জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন। অংশগ্রহণ করতে পারবে। এশার জামায়াত শেষে এ ১২ জনই মসজিদে তারাবীহ’র নামাজে অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য মুসল্লীগণ নিজ নিজ ঘরে এশা ও তারাবীহ নামাজ আদায় করবেন।
প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।
উল্লেখিত নির্দেশনা লংঘিত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।