যৌ’নকর্মীদের উপর সমীক্ষা চালাতে গিয়ে মাথায় হাত ভারতের কেরালা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির। সম্প্রতি তাঁদের চা’লানো এক সমীক্ষাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।রিপোর্ট বলছে, গোটা কেরলাজুড়ে নাকি শুধু ১৩ হাজারেও বেশি পুরুষ যৌ’নকর্মী রয়েছে। আর সেখানে মহিলা যৌ’নকর্মীর সংখ্যা তার অর্ধেক।
স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির চা’লানো সমীক্ষা বলছে, অভিবাসী যৌ’নকর্মীর সংখ্যাও ক্রমশ বাড়ছে। সমীক্ষাতে উঠে আসা এই তথ্যই যথেষ্ট ভাবাচ্ছে সংস্থার কর্মকর্তাদের।
ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম! খোদ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন এ চাঞ্চল্যকর তথ্য দেন।
রো’ববার রাতে জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় এ কথা জানান তিনি।স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। তবে আড্ডা শেষেই ফেসবুকে পোস্ট দিয়ে তামিম জানান, জাভেদের ক’রোনা হয়নি। ভু’ল বোঝাবুঝিতে এ তথ্য ছড়িয়েছে।