ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার পর মাত্র তিনদিনেই এই ভা’ইরাসকে জয় করে সুস্থ হয়েছেন পাবনার পু’লিশ সুপার শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার পু’ণরায় তার নমুনা পরীক্ষা করা হলে সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে।
এর আ’গে গত শনিবার তা’র দেহে ক’রোনা’ভাইরাস শনাক্ত হয়।পেশাগত কাজে বিভিন্ন স্থানে যেতে হয় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে। পেশাগত দা’য়িত্ব পালন করতে গিয়েই হয়তো তিনি করোনায় আক্রান্ত হন।
গত ১৩ জুন শনিবার পা’বনার অ’তিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেন৷ ঢাকায় এই নমুনা পরীক্ষা করা হয়েছে৷ পাবনার পু’লিশ সু’পার শেখ রফিকুল ইসলাম শারীরিক ভাবে সুস্থ আছেন।
১৬ জুন সিরাজগঞ্জের পি’সিআর ল্যা’বে টেস্টে তার করোনা রিপোর্ট নেগেটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার রাত ৯টায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নি’জেই এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আগে থেকেই শা’রীরিক ভাবে সুস্থ ছিলেন। মাত্র তিনদিনের মাথায় তিনি করোনা জয় করলেন।