দে’শে করো’না পরিস্থিতিতে দীর্ঘ দুই মাসের বেশি সময়ে লকডাউন থাকার পর রবিবার (৩১ মে) থেকে অফিস চালুহয়েছে। এদিন রাজধানীসহ সারাদেশে গণপরিবহন চালুর অনুমতি থাকলেও একদিন পিছিয়ে সোমবার থেকে চালু করারসিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।
স’রকারি নি’র্দেশনা মানার জন্য প্রস্তুতি নিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সড়কপরিবহন মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।
জা’নতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকাসড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আম’রা সো’মবার থেকে পরিবহন চালুবিভিন্ন কোম্পানির মালিকানাধীন গাড়ি, সরকারি স্টাফ বাস ও লেগুনাসহ ছোটখাটো পরিবহনগুলো সড়কে দেখা গেছে।
এদি’ন নঃ’গরীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে দূরপাল্লার কোনও পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি।জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যা’সোসিয়েশনের সভাপতি ও সোহাগ পরিবহনের পরিচালক মা’রুফ তালুকদারসোহেল বলেন, ‘প্রথমে ৩১ মে পরিবহন চালুর নির্দেশনা ছিল। পরে সেটি ১ জুন করা হয়েছে।
আম’রা সোমবার থেকেপুরোদমে স্বল্প পরিসরে পরিবহন নামাবো। সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করবো।’