ব’গুড়ার শাজাহানপুর উপজে’লার একটি দাখিল মা’দরাসার ভবনে মা’দ্রাসা প’রিচালনা ক’মিটির এক অ’ভিভাবক স’দস্য ও দ’প্তরি মি’লে না’রী ঘ’টিত অ’নৈতিক কা’র্যকলাপ ঘ’টিয়েছেন। এ সময় স্থা’নীয় কয়েক যু’বক হা’তেনাতে ধ’রে ফে’লায় তাদেরকে বিভিন্ন ধরনের হু’মকি-ধা’মকি দেয়া হচ্ছে বলে অ’ভিযোগ করেন তারা।
এ ঘ’টনায় স্থা’নীয়দের মাঝে ব্যাপক উ’ত্তেজনা বিরাজ করছে। দো’ষী ব্য’ক্তিদের বি’রুদ্ধে উপযুক্ত ব্য’বস্থা না নিলে মা’দ্রাসায় তালা ঝু’লানোর হু’মকি দিয়েছেন স্থা’নীয়রা। শনিবার বিকেলে ওই মা’দ্রাসার সু’পার ঘটনাস্থলে গেলে স্থা’নীয় লো’কজন এই অ’ভিযোগ করেন এবং দো’ষী ব্য’ক্তিদের বি’চার দা’বী করেন।
স্থা’নীয়রা জানান, উপজে’লার বড়নগর পূর্বপাড়া ই’সলামীয়া দাখিল মা’দরাসার ম্যা’নেজিং ক’মিটির অ’ভিভাবক স’দস্য আব্দুল বাকি (৩৬) এবং দ’প্তরী মন্টু মিয়া (৩৮) গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাহির থেকে এক না’রী ভাড়া করে নিয়ে এসে মা’দ্রাসা ভবনে সিঁড়ির উপর অ’সামাজিক কা’র্যকলাপে লি’প্ত হন।
এ সময় র’বিউল ই’সলাম বিপ্লব, লিটন ও সানি নামে স্থা’নীয় তিন যু’বক তাদেরকে হা’তেনাতে ধ’রে ফে’লেন।
এই ঘটনায় দো’ষী ব্য’ক্তিদের বি’রুদ্ধে উপযুক্ত ব্য’বস্থা না নিলে প্রয়োজনে মা’দ্রাসায় তা’লা ঝু’লানো হবে বলেও জানান তারা।মা’দরাসা ম্যা’নেজিং ক’মিটির স’ভাপতি কামরুজ্জামান রাজা জানান, স্থা’নীয় লোকজনের মাধ্যমে ঘটনাটি জেনেছেন।
মাদ’রাসার সু’পারকে জ’রুরী ভিত্তিতে ম্যানেজিং ক’মিটির বৈ’ঠক আহবান করতে বলা হয়েছে। বৈ’ঠকে ঘ’টনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় সকল ব্য’বস্থা গ্রহন করা হবে।