বি’শ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রবীণ শিক্ষক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী প্রিয়তম ছাত্র ও খাদেম মুফতি উমর ফারুক সন্দিপী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তি’নি জানান, মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেছেন।দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শো’কাহত বিশ্বের সব আলেম উলামা ভক্তবৃন্দ।আইজিপি বে’নজীর আহ’মেদ বলেন, শপিংমল ও শপিং সেন্টা’রগুলো খোলা হয়েছে।
আ’মরা মার্কেট স’মিতির সঙ্গে কথা বলেছি, এসকল বিষয়ে সর’কার নির্দেশ জা’রি করেছে, যাতে করে মা’র্কেটগুলো’তে শপিং নিরাপদ হয়। আম’রা শপিংয়ে একটি কথা উ’চ্চারণ করছি, ‘স্বাস্থ্যবিধি ও সুরক্ষাবিধি যেগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে।বে’নজীর আ’হমেদ আরও বলেন, ক’রো’নায় মৃ’ত্যু’ হচ্ছে, কিন্তু এটা কোনো জুজুর ভয় নয়।
এ’টা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে। সেটা বিক্রে’তা-ক্রেতা উভ’য়ই মেনে চল’বেন। আমরা যদি এগু’লো মেনে চলি, আ’মাদের দৃঢ় বি’শ্বাস বৈশ্বিক এই দুর্যোগ থেকে জা’তিকে দে’শকে জনগণকে তুল’নামূলক’ভাবে র’ক্ষা করতে পারবো।
শ’র্ত’সাপেক্ষে ১০ মে থে’কে দোকান ও শপিংমল খোলার অ’নুমতি দেয়া হয়েছে। তবে অনেক জায়’গাতেই ভিড়ের কারণে শেষ পর্যন্ত মা’র্কেট বন্ধ করে দেয়া হয়ে’ছে।