বরিশালের বানারীপাড়ার তেতলা গ্রামে গভীর রাতে অ’গ্নিকান্ডে ডকইয়ার্ড ভস্মিভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ওই ডকইয়ার্ডের মালিক মহাসিনের ঘরে বাইরে থেকে তালা দেওয়া ছিল বলে জানা গেছে।
জা’না গেছে, উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে খালের তীরে গড়ে তোলা মহসিনের ‘মা বাবার দোয়া’ ডকইয়ার্ডের মেশিনসহ যন্ত্রাংশ রাখার টিনসেড ঘরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ স’ময় স্থানীয়দের চিৎকার শুনে ডকইয়ার্ডের মালিক মহসিন ঘর থেকে বের হতে গিয়ে দেখতে পান বাহির থেকে দরজায় তালাবদ্ধ করা।এতে ওই টিনসেড ঘরটি ও ঘরে থাকা ৩টি ওয়েল্ডিং মেশিন ও একটি শার্কেট ওয়েল্ডিং মেশিনসহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায়।